সচরাচর জিজ্ঞাসা
সচরাচর জিজ্ঞাসা
১। বিচার বিভাগীয় তথ্য বাতায়ন কী?
নাগরিকদের হাতের মুঠোয় সকল বিচারিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে এবং স্মার্ট বিচার বিভাগ গঠনের প্রত্যয়ে বিচার বিভাগীয় তথ্য বাতায়ন প্রস্তুত করা হয়েছে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, উদ্ভাবনী ও জনমুখী বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং নাগরিকের অধিকার নিশ্চিতের লক্ষ্যে আইন ও বিচার বিভাগ এবং এটুআই প্রোগ্রামের নেতৃত্ব ও তত্বাবধায়নে বিচার বিভাগীয় বাতায়ন প্রস্তুত করা হয়েছে।
২। বিচার বিভাগীয় তথ্য বাতায়নে প্রবেশের ঠিকানা কোনটি?
বিচার বিভাগীয় তথ্য বাতায়নে প্রবেশের ঠিকানা হলো- judiciary.gov.bd।
৩। জেলা আদালত বাতায়নে প্রবেশের ঠিকানা কোনটি?
প্রতিটি জেলা আদালত বাতায়নের পৃথক পৃথক ঠিকানা রয়েছে। সেক্ষত্রে সংশ্লিষ্ট জেলার নাম দিয়ে তারপরে .judiciary.gov.bd টাইপ করে সংশ্লিষ্ট জেলা আদালত বাতায়ন সার্চ করতে হবে। উদাহরণস্বরূপ, পাবনা জেলা আদালত বাতায়নে প্রবেশ করতে হলে অ্যাড্রেস বারে pabna.judiciary.gov.bd টাইপ করে সার্চ করতে হবে। এছাড়াও judiciary.gov.bd এই ঠিকানা থেকেই সকল বাতায়নে প্রবেশ করার সুবিধা বিচার বিভাগীয় বাতায়নে রাখা হয়েছে। সেক্ষেত্রে বিচার বিভাগীয় বাতায়নের উপরে রক্ষিত সার্চ বার থেকে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার নাম বাছাইপূর্বক ‘চলুন’ বাটনে ক্লিক করতে হবে।
৪। বিচার বিভাগীয় বাতায়নের উদ্দেশ্য কি?
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার বিভাগীয় পদ্ধতির বিকাশ অতি দ্রুত আনয়ন সম্ভব যার মাধ্যমে একজন নাগরিক উৎকর্ষিত বিচার ব্যবস্থার আশ্রয়লাভ করতে সক্ষম হয়। । বিচারপ্রার্থী জনগণ মামলা সংক্রান্ত তথ্য জানার জন্য বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হয়ে থাকেন। অনেক সময় যথাযথ তথ্যের অভাবে মামলা দায়েরে বিলম্ব ঘটে কিংবা সঠিক আদালতে মামলা দায়ের করা যায় না। অধিকাংশ বিচারপ্রার্থী দূর দূরান্ত থেকে বিচারের জন্য আদালতে আসেন ফলে তাদের হয়রানী চরম পর্যায়ে পৌঁছে। আর এ জনদুর্ভোগ লাঘবের নিমিত্ত এবং নাগরিকদের বিচার বিভাগে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানে বিচার বিভাগীয় সকল সেবা সমূহে নাগরিকের অভিগম্যতা নিশ্চিত করনের লক্ষ্যে বিচারিক সেবা সমূহ একটি মাধ্যম থেকে ব্যবহারের সুবিধার্থে এটুআই প্রোগ্রাম এর নেতৃত্বে বিচার বিভাগীয় বাতায়ন প্রস্তুত করা হয়েছে। বিচার বিভাগীয় বাতায়ন হতে বাংলাদেশের সকল আদালত এবং বিচার বিভাগ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি একটি ক্লিকের মাধ্যমেই পাওয়া সম্ভব হবে।
৫। বিচার বিভাগীয় বাতায়নের বৈশিষ্ট্য কি?
বিচার বিভাগীয় বাতায়ন সকল বিচারিক তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ বিচার ব্যবস্থা এবং জেলা বিচার ব্যবস্থা সম্পর্কে এই বাতায়ন সম্যক ধারণা প্রদান করবে। সকল জেলা আদালত বাতায়ন এবং সেগুলোর তথ্যগুলোকে একটিমাত্র বাতায়ন থেকে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম উদ্যোগ। এই বাতায়ন বাংলা এবং ইংরেজী দুই ভাষাতে দেখা যাবে এবং যে কোন ডিভাইস থেকে বিশ্বের যে কোন প্রান্ত থেকে অনায়াসে এ বাতায়নে প্রবেশ করা যাবে। বিচার বিভাগীয় তথ্য বাতায়ন সেবামুখী ও ব্যবহারকারী বান্ধব এবং সহজে হালনাগাদযোগ্য করা হয়েছে।
৬। বিচার বিভাগীয় বাতায়ন কি কি ধরণের তথ্য প্রদান করবে?
বাংলাদেশের বিচার বিভাগ ও বিচার সংশ্লিষ্ট সেবাসমূহের তথ্য, বাংলাদেশ বিচার বিভাগের ইতিহাস, সকল আইনসমূহ, বিচারিক ই-সেবা, বিচারিক কাঠামোর মৌলিক তথ্য, বিচার সংশিষ্ট প্রতিষ্ঠানসমূহের তথ্য ,বিচারিক কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সকল ফরম, কোর্ট ফি, মামলার মূল্যমান, আদালত কাঠামো, আইন-অধিকার, মামলা দায়েরের পদ্ধতি ইত্যাদি সম্পর্কিত যাবতীয় তথ্য ও সেবা এই বাতায়ন থেকে পাওয়া যাবে।
৭। বিচার বিভাগীয় বাতায়ন সম্পর্কে কোন মতামত প্রেরণের পদ্ধতি কি?
বিচার বিভাগীয় বাতায়ন এবং জেলা আদালত বাতায়ন সম্পর্কিত প্রশ্ন ও মতামত প্রদানের জন্য বাতায়নের ‘মতামত’ লিংকে প্রবেশ করে মতামত প্রদানকারীর নাম, ই-মেইল অ্যাড্রেস সহ প্রশ্ন বা মতামত টাইপ করে “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন।