জেলা ও দায়রা জজ
জনাব মোঃ মহসিনুল হক
সিনিয়র জেলা ও দায়রা জজ
জনাব মোঃ মহসিনুল হক জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ২৬ এপ্রিল ২০২৩খ্রিঃ সালে অত্র জেলায় যোগদান করেন। তিনি ১৮ তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ১৯৯৮১১৮০৫৭। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল.এল-বি (সম্মান), এল.এল-এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা নওগাঁ। ইতোপূর্বে তিনি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, গোবিন্দগঞ্জ চৌকি (গাইবান্ধা জেলা), কুড়িগ্রাম, ঢাকা, লহ্মীপুর, কুষ্টিয়া, গাইবান্ধা, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা, জেলা জজ আদালত, ঢাকা, জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, বরিশাল, বিভাগীয় স্পেশাল জজ, বরিশাল, জেলা ও দায়রা জজ, ভোলা ও বর্তমানে জেলা ও দায়রা জজ চাঁদপুর পদে কর্মরত আছেন। কর্ম জীবনে তিনি দেশে ও দেশের বাইরে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও ভারত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও ভারত দেশসমূহ ভ্রমন করেছেন।